Wednesday, September 3, 2025
Ad

অবশেষে গ্রেফতার হলো সাংবাদিক মারধরের তিন অভিযুক্ত।

Must read

নিজস্ব সংবাদদাতা, সাগর : অবশেষে সাগরের কোম্পানীছাড়ে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করলো সাগর থানার পুলিশ।

 দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার কোম্পানীছাড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের নিউজ কভারেজ করতে গিয়ে বেশ কয়েকজন যুবকের হাতে আক্রান্ত হয়েছিল সাংবাদিক সৌরভ মন্ডল। এই বিষয়ে ওই সাংবাদিক সাগর থানায় বুধবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার সাগরের কোম্পানীছাড় এলাকা থেকে ৩ জন যুবককে গ্রেফতার করে সাগর থানার পুলিশ।

শুক্রবার অভিযুক্তদের বিরুদ্ধে সাগর থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৪১/৩২৩/৩২৫/৩০৮/৪২৭/ ৩৭৯/৫০৬/ ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করে। অভিযুক্ত দীপঙ্কর মন্ডল, মিন্ময় মন্ডল, বিশ্বজিৎ করনকে আজকের কাকদ্বীপ মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়, বাকিদের খোঁজ চালাচ্ছে সাগর থানার পুলিশ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article