নকল ওষুধ ভর্তি ছয় হাজার বোতল উদ্ধার। (6,000 bottles filled with fake medicine recovered)
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: লক্ষাধিক টাকার জাল কাফ সিরাপ উদ্ধার হল হুগলির মগরার নতুন গ্রাম এলাকা থেকে। এই এলাকার নব নির্মিত একটি বাড়িতে বেশ রমরমিয়ে চলছিল এই কারবার। স্থানীয় সূত্রে জানা যায়, হুগলীর পোলবার রাজার হাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস নামক ব্যাক্তি কর্ম সূত্রে আরবে থাকেন। তিনি বছর খানেক আগে তৈরী তার নতুন বাড়িটি, বনগাঁর এক ব্যাক্তিকে ভাড়া দেন পাঁচ ছয় মাস আগে। সেই ভাড়াটেই বাইরে থেকে লোকজন নিয়ে এসে জাল ওষুধের কারখানা চালাচ্ছিল। নামিদামী ওষুধ কোম্পানির লেবেল বোতলের গায়ে লাগিয়ে নকল ওষুধ বিক্রি করা হত। মগরার স্পেশাল টাস্ক ফোর্স খবর পেয়ে বাড়িটিতে অভিযান চালায়। কাফ সিরাপ ও অন্যান্য ওষুধ তৈরীর কাঁচা মাল, বোতল সিল করার মেশিন, নকল ওষুধ ভর্তি ছয় হাজার বোতল সহ অন্যান্য জিনিস পত্র সহ আড়াই লিটার ক্লোরোফর্ম একাধিক মেশিন বাজেয়াপ্ত করা হয়।
জানা যায়, হাওড়া থেকে প্লাস্টিকের বোতল ও তার ছিপি কিনে আনা হত জাল ওষুধ ভরার জন্য। এরপর জাল ওষুধ তৈরী করে, বোতলে ভরে সিল করে লেবেল লাগিয়ে বিক্রির জন্য নিয়ে যাওয়া হত বাইরে। প্রশাসনিক ভাবে জানা যায় কয়েকদিন আগে নকল ওষুধ বোঝাই একটি গাড়ি পুলিশ আটক করেছিল গাইঘাটা থানা এলাকায়। আটক করা হয়েছিল গাড়ির চালককে। সেই সময়ই স্পেশাল টাস্কফোর্স মগরার নকল ওষুধ তৈরীর কারখানার খোঁজ পায়। সেই সময় থেকেই বাড়িটিতে নজর রেখেছিল এস টি এফ টিম। বৃহস্পতিবার রাতে দরজার তালা ভেঙ্গে স্পেশাল টাস্কফোর্স বাড়ির ভিতরে প্রবেশ করে। সেই সময় সেখানে কেউ ছিলোনা বলেই প্রশাসনিক ভাবে জানানো হয়েছে।