বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হগলীর চন্দননগর পুলিশ গ্রেফতার করলো ভুয়ো কোষ্ট গার্ড এডিজি পরিচয় দেওয়া এক ব্যক্তিকে। বৃহস্পতিবার প্রায় মধ্য রাতে নিউটাউনের ডি এ ব্লক অ্যাকশন এরিয়া ওয়ানের বিলাস বহুল আবাসন থেকে চন্দননগর থানার পুলিশ গ্রেফতার করে এই ভুয়ো কোষ্ট গার্ড এডিজি পরিচয় দেওয়া ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম সুপ্রিয় মুখার্জী। জানা গেছে ধৃত সুপ্রিয় মুখার্জীর বাড়ি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ায়। তিনি এখানকারই আদি বাসিন্দা। ইনি যে গাড়িটি ব্যবহার করতেন তাতে নীল বাতি লাগানো, গাড়িতে গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা। এবং তিনটে স্টার সাথে কোষ্ট গার্ডের লোগো লাগানো ছিলো। তিনি কোষ্ট গার্ড এডিজির কোনো সঠিক পরিচয় পত্র পুলিশকে দেখাতে পারেননি। সূত্র মারফত জানা যায়, এক মাস আগে চন্দননগরের এক ব্যক্তি চন্দননগর থানায় এসে অভিযোগ করেন যে তিনি চাকরি পাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ ভুয়ো কোষ্ট গার্ড এডিজি সুপ্রিয় মুখার্জীর খোঁজ পায়। পুলিশ জানতে পারে চাকরি দেওয়ার নাম করে অনেকের সাথেই এই ব্যক্তি প্রতারনা করে বহু টাকা হাতিয়ে নিয়েছে। শুধু দেশে নয়, ভুয়ো পরিচয়ের প্রভার খাটিয়ে নিরাপত্তা রক্ষি নিয়ে বিদেশেও যাতায়াত করতেন।
ভুয়ো পরিচয়ের জন্য এলাকায়ও বেশ ভালো প্রভাব ছিল তাঁর। তদন্তে নেমে পুলিশ প্রথমে জানতে পারে নিরাপত্তা রক্ষিরা সকলেই বেসরকারি সংস্থার। কেউ সরকারি নয়। এরপরই ফাঁদ পেতে পুলিশ গ্রেফতার করে ভুয়ো পরিচয় দেওয়া ব্যক্তিকে। পুলিশ শুক্রবার অভিযুক্ত সুপ্রিয়কে চন্দননগর আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশের তরফে জানা গেছে, কতজনের সাথে আর্থিক ভাবে প্রতারণা করেছে, আর কতজন এই প্রতারণা চক্রের সাথে যুক্ত, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা হবে।