Tuesday, September 2, 2025
Ad

মুখমন্ডল প্লাস্টিকে ঘেরা, দেহটি পাথর আকৃতির – অদ্ভুত এই গো বাছুরের জন্ম খোয়াই এর পূর্বগনকি এলাকায়।

Must read

নিজস্ব প্রতিনিধি, খোয়াই এিপুরা : ঈশ্বর এবং প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। মুখমন্ডল প্লাস্টিকে ঘেরা এবং দেহের অবশিষ্ট অংশ পাথর আকৃতির। শনিবার সকালে খোয়াইয়ের পূর্ব গণকি এলাকার বাসিন্দা রাজেন্দ্র দেবনাথ এর বাড়িতে একটি গো-বাছুরের জন্ম হয়। গো- বাছুরের জন্মের পর পরিবারের লোকেরা প্রত্যক্ষ করেন মুখমন্ডলটি দেখতে প্লাস্টিকে ঘেরা এবং দেহের অবশিস্ট অংশ দেখতে পাথর আকৃতির।

এ খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়তেই সকাল থেকে বাচ্চাটিকে দেখতে রাজেন্দ্র বাবুর বাড়িতে ভিড় জমান গ্রামের সাধারণ মানুষরা। যদিও ইতিমধ্যে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article