Tuesday, September 2, 2025
Ad

সারা অসম সংখ্যা লঘু ছাত্র সংগঠন আমসুর প্রতিবাদী কর্মসূচি।

Must read

জ্যোতির্ময় ভৌমিক, অসম : সারা অসম সংখ্যা লঘু ছাত্র ইউনিয়ন অমসু কেন্দ্রীয় সমিতির নির্দেশ মতে রাজ্য ব্যাপী রূপায়ণ করা হয় প্রতিবাদী কর্মসূচি ! সমান্তরাল বঙাইগাঁও রেলওয়ে ওয়ার্কশপের বাইরে আজ দুই ঘন্টা প্রতিবাদী কর্মসূচি রূপায়ণ করে অমসু ! লাগামছাড়া মুল্ল্যবৃদ্ধি , ভূমিহীনদের ভূমি প্রদান পুনরায় সংস্থাপন সহ একগুচ্ছ দাবীর সমর্থনে এই প্রতিবাদী কর্মসূচি ! কেন্দ্রীয় সমিতির সভাপতি রেজাউল করিম সরকার সাংবাদিকদের বলেন যে অসম এ বিজেপি নেতৃত্বাধীন হেমন্ত বিশ্বশর্মা সরকার সাম্প্রদায়িক রাজনীতি করেছে ! তিনি বলেন লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার কোনোপদক্ষেপ গ্রহণ করেনি যার ফলে হত দরিদ্র মানুষদের কালঘাম ছুটছে ! টেট শিক্ষকদের বদলীকরণের বিষয়টি নিয়ে সরকার চিন্তা ভাবনা করা দরকার কারণ ছাত্র অনুপাতে শিক্ষক নিযুক্তি র প্রয়োজন তা না করে যখন তখন বদলি করে দেওয়া হচ্ছে ! এছাড়া তিনি সরকারকে দাবী জানিয়ে বলেন অরুণাচলে নিহত ছয় জন শ্রমিকদের পরিবারদের উপযুক্ত অর্থ সাহায্য দিতে হবে এবং ভূমি হীনদের ভূমি প্রদান।

পুনরায় সংস্থাপন সহ একগুচ্ছ দাবি সংবলিত সারমকলিপি বঙাইগাঁও জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে প্রেরণ করেন ! এরপর তিনি হুঙ্কার দিয়ে বলেন যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে ভয়াবহ হবে আন্দোলন রেলপথ অবরোধ , জাতীয় সড়ক অবরোধ সর্বত্ব জ্বলবে প্রতিবাদের আগুন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article