বন্দনা ভট্টাচার্য, হুগলি : কোন্নগর পৌরসভায় ডেকে এনে ব্যক্তিগত জমি লিখে দেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দেওয়ার মত ভয়ঙ্কর অভিযোগ উঠলো পুরসভার ইঞ্জিনিয়ার সনাতন ব্যানার্জীর বিরুদ্ধে। বেলুড়ের চিকিৎসক কুণাল বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।সনাতনের সাথে কোন্নগরের পৌরপ্রধান স্বপন দাস ও পৌরসভার আইনজীবী প্রদীপ্ত গাঙ্গুলীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন চিকিৎসক।
তিনি জানান সাধুরঘাট এলাকায় তার ১৮ কাঠা জমি আছে। গত দুমাস ধরে ওই জমি পৌরসভাকে লিখে দেওয়ার জন্য ফোনে হুমকি দিত সনাতন। ১৬ই অগাষ্ট স্বপন দাস ফোনে জমির বিষয়ে কথা বলার জন্য কুনাল বাবুকে জন্মাষ্ঠমির দিন পৌরসভায় দেখা করতে বলেন। তার আইনজীবীকে নিয়ে কুনালবাবু পৌরসভায় এলে সনাতন ও প্রদীপ্ত বাবু ২০ লক্ষ টাকার চেক নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে জমি লিখে দিতে বলেন, বলে অভিযোগ কুণালবাবুর। সেই সময় সেখানে স্বপন দাস উপস্থিত ছিলেন না বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে স্বপন দাস, প্রদীপ্ত গাঙ্গুলী, ও সনাতন ব্যানার্জী সব অভিযোগ অস্বীকার করে বলেন, চিকিৎসক যা বলছেন সবটাই সাজানো ঘটনা।