Tuesday, September 2, 2025
Ad

শ্রমিকদের ছুটির অর্থ প্রদান করতে গড়ি-মসি করছে কর্মচারী রাজ্য বীমা নিগম বাউড়িয়া শাখা।

Must read

সুপ্রিয় গাঙ্গুলী, বাউড়িয়া : দীর্ঘ দিন ধরে গ্লস্টার জুট মিলের শ্রমিকরা, তাহাদের ছুটির অর্থ ঠিক-ঠাকভাবে প্রদান করা হচ্ছে না, বলে জানাচ্ছেন। ইএসআই হল একটি স্বাস্থ্য বীমা পরিকল্পনা। এই প্রকল্পের মাধ্যমে বেসরকারি খাতে কর্মরত কর্মীদের চিকিৎসা ও নগদ সুবিধা প্রদান করা হয়। এই স্বাস্থ্য বীমার কারণে কর্মীরা নিরাপদ বোধ করেন। কাজ করার সময় কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে ইএসআই তাকে সুবিধা দেয়। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম যে কোনো বেসরকারী প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়। এই এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে কাজ করে। এই ইএসআই মাধ্যমে অসুস্থতা-সম্পর্কিত মৃত্যু, অস্থায়ী বা স্থায়ী শারীরিক অক্ষমতা, মাতৃত্ব, পেশাগত আঘাতের মতো আকস্মিক পরিকল্পনা থেকে রক্ষা ইত্যাদী বিষয়ে সুবিধা দিয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে গ্লস্টার জুট মিলের কিছু শ্রমিকদের তাহাদের ছুটির অর্থ (অনুমদোন) ডাক্তারী সার্টিফিকেট দ্বারা। কিন্তু কর্মচারী রাজ্য বীমা নিগম, বাউড়িয়া শাখা, শ্রমিকদের প্রাপ্য অর্থ দিতে অস্বীকার করছেন। তারা তাদের প্রাপ্য অর্থ, বাউড়িয়া শাখা থেকে আনতে গেলে, তাদের সাথে দুঃব্যবহার করেছেন, রাজ্য বীমা নিগম, বাউড়িয়া শাখার আধিকারীকরা।

হারুন মল্লিক (ইএসআই নং ৪১০৯৭০০২৮৭) জানাছেন গত ২৫/০৩/২০২২ তারিখ থেকে ০৪/০৬/২০২২ তারিখ পর্যন্ত চোখ অপারেশনের জন্য মেডিকেল ছুটি নিয়েছিলেন, তিনি তার প্রাপ্য অর্থ বুঝে পাননি। অপর একজন শ্রমিক রামিজ মল্লিক (ইএসআই নং ৪১১৩৮৪১৩২৮) জানাছেন, তিনিও তার পেটের ব্যাথার জন্য ১০/০৩/২০২২ থেকে ০৫/০৫/২০২২ পর্যন্ত আক্সিডেন্ট ছুটি নিয়েছিলেন, তিনিও তার প্রাপ্য অর্থ বুঝে পাননি। হাওদার আলম (ইএসআই নং ৪১০৯৭০১৫৫২) জানাছেন, ০৯/০২/২০২২ থেকে ৩০/০৩/২০২২ পর্যন্ত মেডিকেল ছুটি নিয়েছিলেন, তিনিও তার প্রাপ্য অর্থ বুঝে পাননি। ওনারা অভিযোগ করছেন, রাজ্য বীমা নিগম কর্মচারীর আধিকারীকরা তাহাদের কাছ থেকে, প্রাপ্য টাকার পাওয়ার জন্য, টাকার দাবী করে। এমনই অভিযোগ তুললেন এই সমস্ত কর্মচারীরা। রাজ্য বীমা নিগম, বাউড়িয়া শাখার আধিকারীকদের সাথে কথা বললে, ওনারা জানান এইরকম কোন বিষয়ের কথা অস্বীকার করেন, ওনারা বলেন, শ্রমিক কর্মচারীরা অফিসে আসছেন না, ও নাদের অর্থ নেওয়ার জন্য। অন্যদিকে যে দুজন সরকারী কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ ছিল,প্রদীপ তুরি ও নওলেশ মন্ডল বর্তমানে তাদেরকে এই অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন রাজ্য বীমা নিগম বাউড়িয়া শাখার বর্তমান দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার উত্তম দাস।হারুন মল্লিক জানালেন রাজ্য বীমা নিগম এর আধিকারিক রা আমার বিরুদ্ধে বাউড়িয়া থানায় মিথ্যে অভিযোগ করেছেন। থানা থেকে আমার কাছে উলুবেড়িয়া কোর্টের চিঠি আসে। আমাকে জামিন নিতে হয়। রামিজ মল্লিক ও একই কথা জানালেন ওনাকে মিথ্যে কেস দিয়ে দেওয়া হয়েছে। শ্রমিক রা জানাচ্ছেন আমরা কোনো অপরাধ না করেও আমাদের কে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হোলো। রাজ্য বীমা নিগম বাউড়িয়া শাখার দুই আধিকারিক প্রদীপ তুরি ও নওলেস মন্ডলের আইনানুগ কি কিছু ব্যাবস্থা হবে? শ্রমিকরা কি তাঁদের প্রাপ্ত অর্থ বুঝে পাবে? এই প্রশ্ন ঘোরা ফেরা করছে গ্লস্টার শ্রমিকদের মুখে মুখে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article