Tuesday, October 21, 2025
Ad

ষষ্ঠ দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের পরিষেবা প্রদান কুলপিতে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

দুয়ারে সরকার শিবিরে অভিযোগ বাক্স।

উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন বিধায়ক যোগরঞ্জন হালদার।

নিজস্ব প্রতিনিধ, কুলপি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় সাফল্যের সঙ্গে পাঁচটি পর্যায় পরিচালনা করার পর, ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবির হয়। সারা রাজ্য তথা জেলার পাশাপাশি কুলপি ব্লকেও এদিন দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। শনিবার ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার শিবিরের শুভ সূচনা করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার।

উপভোক্তাকে পরিষেবা প্রদান সমষ্টি উন্নয়ন আধিকারিকের।

এদিন করঞ্জলী অঞ্চলের গোষ্টতলা প্রাঙ্গনে ব্লকের দুয়ারে সরকার শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন কুলপি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্ত, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক তারিফ ইসলাম ও আশিক ইকবাল, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন হালদার, শিক্ষা কর্মাধক্ষ্য নারায়ণ চন্দ্র ভৌমিক এবং ব্লকের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকগন।

এদিন এই শিবির থেকে কুলপি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দুয়ারে সরকারের মাধ্যমে বেশ কয়েকটি পরিবারকে পাট্টা এবং রেকর্ড বিতরণ করা হয়েছে। শনিবার কূলপি ব্লকে দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষ রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা পেতে আবেদন করেন।
লক্ষীর ভান্ডারে ৩৯৫, কাস্ট সার্টিফিকেট ১৩৭, স্বাস্থ্য সাথী ৬৫, খাদ্য সাথী ৪৭, নতুন বিদ্যুৎ সংযোগ ২৭। পাশাপাশি প্রতিটি শিবিরে পরামর্শ/অভিযোগ বাক্স এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। 

কুলপি ব্লক আধিকারিক সৌরভ গুপ্ত জানান, সমগ্র ব্লকে এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ১০০৮টি আবেদন জমা পড়ে। আজ প্রথম দিনে ৪২টি শিবির অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০এপ্রিল পর্যন্ত ব্লকে ২৫২টি দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article