প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক।
নিজস্ব প্রতিনিধ, কুলপি : কলকাতার রেড রোডের আদলে দুর্গাপুজোর কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে রাজ্যের প্রতিটি জেলাতে। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতেও আগামী ৭ই অক্টোবর হবে এই দুর্গাপুজোর কার্নিভ্যাল। বুধবার দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শঙ্খ সাঁতরা, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ। সেই সাথে কুলপি সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবর্ষি মুখার্জি, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি সহ পুলিশ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
এলাকা পরিদর্শনের পর কুলপি ব্লক অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক করেন জেলাশাসক। জানাগেছে, জেলার বিশ্ব বাংলা পুরস্কারপ্রাপ্ত পুজো কমিটিগুলি এই কার্নিভ্যালে অংশ নেবে। পাশাপাশি আকর্ষণীয় পুজো কমিটিগুলিকেও আমন্ত্রণ জানানো হবে। প্রতিটি কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ পাবে। কুলপির গোপালনগর থেকে শুরু হবে এই শোভাযাত্রা, শেষ হবে কুকপি থানার মোড়ে। এই শোভাযাত্রা নিয়ে একাধিক পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। পূজা কমিটির পাশাপাশি জেলার লোক শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।