Wednesday, September 3, 2025
Ad

অবশেষে উদ্ধার হল হুগলি নদীতে তলিয়ে যাওয়া দুই নাবালিকার দেহ।

Must read

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার : রবিবার সন্ধেয় ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে তলিয়ে গিয়েছিল দুই নাবালিকা। প্রায় ৪৫ ঘণ্টা পর মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটা এলাকায় হলদি ও হুগলি নদীর সংযোগস্থল থেকে উদ্ধার দুই বোনের দেহ। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

জানাগেছে, ছত্তিশগড়ে বাসিন্দা জাকির হোসেন কিছুদিন আগে তপসিয়ার পঞ্চাননতলায় আত্মীয়ের বাড়িতে আসেন। তাঁর দুই কন্যা আতিফা নাসরিন (৫), সিদ্রা তাসরিন (৭) ও পরিবারের সদস্যদের নিয়ে সেখান থেকে ঘুরতে গিয়েছিলেন জাকির হোসেন।

রবিবার সন্ধেয় কুঁকড়াহাটি থেকে ভেসেলে ডায়মন্ড হারবার জেটি ঘাটের উদ্দেশে রওনা হন তাঁরা। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ভেসেল পৌঁছয় ডায়মন্ড হারবার জেটি ঘাটে। ওই ভেসেলটি যেখানে নোঙর করা হয় তার সামনে রাখা ছিল আরেকটি ভেসেল, আর তাতেই ঘটে দুর্ঘটনা। দুটি ভেসেলের মাঝে ফাঁক ছিল। কিন্তু নামার সময় তা খেয়াল করেনি ওই দুই বোন। ফলে ফাঁক দিয়ে গলে পড়ে যায় নদীতে। নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে মুহূর্তেই তলিয়ে যায় তুই শিশু।

খবর পেয়ে ফেরিঘাটে এসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। হুগলি নদীতে নামানো হয় স্পিড বোট। যৌথভাবে তারা কয়েক ঘন্টা ধরে নদীতে তল্লাশি অভিযান চালায়। কিন্তু উদ্ধার করা যায় নি তলিয়ে যাওয়া ওই দুই শিশুকে। অবশেষে প্রায় ৪৫ ঘণ্টাাপর সুতাহাটা এলাকায় হলদি ও হুগলি নদীর সংযোগস্থল থেকে উদ্ধার হলো দুই বোনের দেহ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article