নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এই তীব্র গরমে বেশ কয়েক ঘন্টার জন্য পানীয়জল বন্ধ করতে বাধ্য হচ্ছে হাওড়া পৌরসভা। জানা যাচ্ছে, হাওড়ার একাধিক জায়গায় পাইপলাইন ফেটে জল সর্বত্র ছড়িয়ে পড়ছে। সেই কারণেই হাওড়া পুরসভা এলাকায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ পরিষেবা। পুজোর আগেই পানীয় জল সরবরাহ বন্ধ থাকার কারণে নাগরিকদের অসুবিধার মধ্যে পড়ার আশঙ্কা। পাইপ লাইন মেরামতির জন্যেই জল সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাওড়া পুরসভা। পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার হাওড়া পুরসভার ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জল সরবরাহ বন্ধ রাখা হবে।
সাড়ে সাতটার পর থেকে পরিষেবা স্বাভাবিক হবে বলেই জানিয়েছে পুরসভা। KMDA-এর অধীনে পদ্মপুকুরের ইনটেক পয়েন্টে একটি পাম্প মেরামতের কাজ চলবে। সেই কারণেই পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। চলতি বছরের মে মাস থেকে পুর এলাকায় জল সরবরাহের সময়সূচি বদল করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত, দুপুর ১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জল পান। সেই ক্ষেত্রে শনিবার দুপুরের সময়ে জল পাবেন না পুর নাগরিকরা।