Monday, October 20, 2025
Ad

পনের দাবিতে বধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

স্ত্রীর অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক স্বামী।

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার : দিনের পর দিন স্ত্রীকে নির্যাতন, খুনের চেষ্টা, দশ লক্ষ টাকা পণের জন্য চাপ দেওয়ার অভিযোগে গ্রেফতার হল ইলেকট্রনিক্স মিডিয়ার দক্ষিণ ২৪ পরগনার সাংবাদিক শান্তনু পুরকাইত। অভিযুক্ত সাংবাদিক শান্তনু ডায়মন্ড হারবারের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ধৃতকে শনিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কাকদ্বীপ এলাকার কলেজপড়ুয়া এক তরুণীর সাথে প্রেম করে সে। গত পাঁচ বছর আগে তরুণীর বাড়ির অমতে বিয়ে করে শান্তনু। বিয়ের পর থেকে শুরু হয় অত্যাচার।

সান্তনু বাবুর স্ত্রী জানান, দিনের পর দিন মদ খেয়ে বাড়ি ফিরে তাকে শারীরিকভাবে নির্যাতন চালাত। পরে দু’‌বার খুনের চেষ্টা করে বলে অভিযোগ। নির্যাতিতা স্ত্রী হাসপাতালে ভর্তিও হয়। কিন্তু শান্তনু সাংবাদিক হওয়ায় প্রভাব দিয়ে ভয় দেখাত। এমনকি পুলিশের কাছে অভিযোগ জানালে শ্বশুর-‌শাশুড়িকে খুনের হুমকি দিত। অবশেষে শুক্রবার রাতে শান্তনুর স্ত্রী ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত সাংবাদিক সান্তনু পুর্কাইতের শশুর অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে বলেন আমাদের অমতে বিয়ে করেছিল তাই মেয়ে আমাদের কাছে ওর উপর অত্যাচারের কথা জানাতে সাহস পেতোনা। দিনের পর দিন পর অত্যাচার সহ্য করছিল। অবশেষে আমরা জানতে পেরে প্রতিবাদ করলে সাংবাদিকের প্রভাব দেখাত, হুমকি দিত। তাই বাধ্য হয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হই।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article