রবীন্দ্র নাথ, কাকদ্বীপ: বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়া জেটির অদূরে মুড়িগঙ্গা নদীতে একটি মৃত ডলফিনের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয় ভেসেল কর্মীরা মৃত ডলফিনটি ভেসে থাকতে দেখেন মুড়িগঙ্গা নদীতে। পরে ডলফিনটিকে তুলে কচুবেড়িয়া জেটিতে রাখা হয়। জেটিতে মৃত ডলফিন দেখতে ভিড় করে স্থানীয় মানুষ জনেরা। খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে। ডলফিনটি লম্বায় প্রায় ৫ ফুট। অবশ্য ডলফিন টি পচন ধরেগেছে। কোন জাহাজ বা জলযানের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীদের প্রাথমিক অনুমান। বনদপ্তরের তালিকায় ডলফিন লুপ্তপ্রায় প্রজাতি।