ভ্রাম্যমান দুয়ারে সরকার নৌকতে।
নিজস্ব প্রতিনিধি, নামখানা : দুয়ারে সরকার শিবিরের ষষ্ঠ দফার শুভ সূচনা হল আজ। সারা রাজ্যের মতো দঃ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের প্রত্যন্ত মৌশুনী দ্বীপে এই কর্মসূচীর সূচনা করলেন জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বর্গ। 
আজ থেকে শুরু হল ষষ্ঠ দুয়ারে সরকার শিবির। এই পর্যায়ে দক্ষিণ ২৪ পরগনায় স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলিয়ে মোট ৯৮৭৭টি শিবির হবে। সুন্দরবনের জন্য এবারও নৌকায় শিবিরের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। সুন্দরবনের অধীন জেলার ১৩টি ব্লকে ২৬৫টি শিবির হবে। 
শনিবার নামখানার বিছিন্ন দ্বীপ মৌসুনিতে দুয়ারে সরকারের মূল অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা। এছাড়া নদীপথে ভ্রাম্যমাণ নৌকাতে শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক। এবারের দুয়ারে সরকারের শিবিরে মোট ৩৩টি সরকারি পরিষেবার সহায়তা মিলবে। এবারের শিবিরে নতুন সংযোজন করা হয়েছে ভবিষ্যত ক্রেডিটকার্ড, বাংলা কৃষি সেচ যোজনা, মেধাশ্রী, বিধবা পেনশন।

এই পর্যায়ে শিবিরের জন্য জেলা, মহকুমা, ব্লক ও পুরসভার অধীন কন্ট্রোলরুম খোলা হবে। জেলার ৬৯৫৪টি পোলিং বুথে শিবির করবে জেলা প্রশাসন। এবারের শিবিরের ব্যপকতা অন্যান্যবারের তুলনায় অনেক বেশী বলে জানিয়েছে জেলা প্রশাসন।
