বন্দনা ভট্টাচার্য, হুগলি : হাই কোর্টের নির্দেশে অবিলম্বে সকল বকেয়া ডি এ প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারী শূন্য পদে স্বচ্ছ ভাবে স্থায়ী নিয়োগ করতে হবে,এই দুই দফা দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুক্রবার হুগলী জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন জমা করা হয়। সাংগঠনিকভাবে হুগলীর পিপুলপাতির মোড় থেকে একটি মিছিল করা হয়। মিছিলটি চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত আসে। এই মিছিলে রাজ্যে সরকারি কর্মচারী, শিক্ষাকর্মী, শিক্ষক, লাইব্রেরীয়ান, ডাক্তার, নার্স, সহ প্রায় সাতাশটি বিভিন্ন সংগঠনের প্রায় শতাধিক মানুষ এই মিছিলে পা মেলান। মিছিলটি ঘড়ির মোড়ে পৌছানোর পর কিছু সময় তারা সেখানে বিক্ষোভ দেখান। অবশেষে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা করেন।
এই বিষয়ে যৌথ সংগ্রামী মঞ্চের সদস্য প্রদীপ সিংহ জানান, দিনের পর দিন ডি এ নিয়ে সরকারি কর্মচারিরা বঞ্চিত হয়েছেন, এছাড়াও অনৈতিকভাবে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ এরই প্রতিবাদে এবং বকেয়া ডি এ মেটানোর এবং সরকারি শিক্ষক পদে সঠিক ভাবে নিয়োগের দাবিতে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা করেন।