Friday, August 29, 2025
Ad

Death leopard গাড়ির ধাক্কায় মৃ/ত্যু চিতা বাঘের, ব্যাপক চাঞ্চল্য।

Must read

শিলিগুড়ি মহাকুমার মুণিচা বাগান এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু চিতা বাঘের, ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মুণিচা বাগান এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু চিতা বাঘের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে গতকাল গভীর রাত অর্থাৎ সোমবার রাতে একটি বিড়ালকে তাড়া করছিল চিতা বাঘটি। রাস্তা পারাপারের সময় কোন একটি গাড়ি ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বিড়াল ও চিতাবাঘের। এই দেখে বাগডোগরা থানার পুলিশ খবর দেয় বনদপ্তরকে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। এরপর বন কর্মীরা পৌঁছে চিতা বাঘের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

যদিও এই বিষয়ে বাগডোগরা রেঞ্জার সুনাম ভুটিয়া জানিয়েছেন, গতকাল রাতে বাগডোগরা থানার পুলিশ পেট্রোলিং ভ্যান খবর দেন কোন গাড়ি ধাক্কায় চিতাবাঘের মৃত্যু হয়েছে এবং মৃতদেহ পড়ে রয়েছে। এরপরেই আমাদের বনকর্মীরা পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। এবং আজকে বনদপ্তরের চিকিৎসকরা এসে মৃতদেহটির ময়নাতদন্ত করবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চিতা বাঘটির বয়স তিন বছর থেকে সাড়ে তিন বছর। তবে পুরুষ না মহিলা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article