Wednesday, October 22, 2025
Ad

ডি এ মঞ্চে নওশাদ সিদ্দিকী কে আক্রমণের প্রতিবাদে জাতীয় সড়কে প্রতিবাদ মিছিল আইএসএফ কর্মী সমর্থকদের।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

 নওশাদ সিদ্দিকীর উপর আক্রমণ, কুলপিতে প্রতিবাদ মিছিল আইএসএফ এর।

নিজস্ব সংবাদদাতা, কুলপি : কলকাতায় ডিএ মঞ্চে বক্তব্য রাখার সময় বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর চড়াও হয় হাওড়া জেলার বাঁকড়া দু নম্বর অঞ্চলের তৃনমূল পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম। তারই প্রতিবাদে রবিবার কুলপি ব্লক আইএসএফ কর্মী সমর্থকরা ১১৭ নম্বর জাতীয় সড়কে প্রতিবাদ মিছিল করেন। এই মিছিল থেকে ISF এর পক্ষে দাবি তোলেন ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর উপর হামলা চালানো হয়েছে।

কুলপি ব্লক আইএসএফ সহ-সভাপতি বাহাউদ্দিন মোল্লা জানান, এই ঘটনার পিছনে অবশ্যই তৃণমূল সরকারের হাত আছে। আমরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ জানাই। সেই সাথে ধিক্কার জানাই সরকারের এই কার্যকলাপকে। এই ঘটনার সঠিক তদন্তের দাবি নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো।

১১৭নং জাতীয় সড়কে আইএসএফের প্রতিবাদ মিছিল।

কুলপি ব্লক আইএসএফ সভাপতি নূর সালাম গাজী, সহ-সভাপতি বাহাউদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ সাদ্দামের নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থক পা মেলায় এদিনের প্রতিবাদ মিছিলে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article