ক্লাসে যাননি শিক্ষক শিক্ষিকারা।
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: স্কুল খোলা রয়েছে। ছাত্রীরাও উপস্থিত রয়েছে কিন্তু পঠন পাঠন বন্ধ। ক্লাসে যাননি শিক্ষক শিক্ষিকারা। স্কুল চত্ত্বরেই ঘুরে বেড়াচ্ছে ছাত্রীরা। কারণ স্কুলে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। শনিবার এমনই চিত্র দেখা গেল পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকায় চিত্তরঞ্জন বালিকা বিদ্যালয়ে। এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সাধারনে মানুষ উপস্থিত হন। তাদের সমস্যার কথা জানান এই ক্যাম্পে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর বিভাস রঞ্জন দাস, কাউন্সিলর আশা গরাই, পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল সহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীরা। বিদ্যালয় এর একদিকে এই ক্যাম্প চললেও অপরদিকে কিন্তু সমস্ত ক্লাসই বন্ধ রয়েছে। স্কুলে ছাত্রীরা উপস্থিত। উপস্থিত শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। কিন্তু পঠন পাঠন বন্ধ ক্লাসরুমে যাননি শিক্ষক শিক্ষিকারা। স্কুলে এসেও ক্লাস থেকে বঞ্চিত হয়েছে ছাত্রীরা। এ বিষয়ে স্কুলের নবম শ্রেণীর ছাত্রীরা জানায়, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি স্কুলে চলছে তাই ক্লাসে আসেননি শিক্ষক শিক্ষিকারা।চিত্তরঞ্জন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাণী কর্মকার বলেন, স্কুল চলাকালীন এই কর্মসূচি চলায় পঠন-পাঠনে অসুবিধে হচ্ছে। স্কুল ছুটির দিনে এই সমস্ত কর্মসূচি হলে ভালো হতো। যদিও কাউন্সিলর বিভাস রঞ্জন দাস বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষিকা আমাদের কিছু জানাননি। তার এও দাবি, যে স্কুলে ক্লাস বন্ধ নেই, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পাশাপাশি ক্লাসও চলবে। তবে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এক অন্য ছবি। পঠন পাঠন বন্ধ স্কুলে। সেই কথা স্বীকার করেছেন স্কুলের ছাত্রীরা সহ প্রধান শিক্ষিকাও। এখন প্রশ্ন হচ্ছে স্কুলে পঠন-পাঠনের সমস্যা সৃষ্টি করে কোন সমস্যার সমাধান করা হচ্ছে? এমনিতেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে। তার উপর স্কুলে এসেও ক্লাস করতে পারছে না স্কুলের ছাত্রীরা। এর দায় কার? এখন বড় প্রশ্নচিহ্ন।