Wednesday, October 22, 2025
Ad

পরিবেশ সৈনিক শুভ্রদীপ বৈদ্য-র জন্মদিনে সাফাই অভিযান হুগলি নদীর পূর্ব তীরে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক বর্জনের আহ্বান।

নিজস্ব প্রতিবেদক, কুলপি : দঃ ২৪ পরগনার কুলপি থানার নদীর তীরবর্তী এলাকা নবদ্বীপ চর, যেখানে পিকনিক পার্টিরা তাদের পিকনিকের সরঞ্জাম নিয়ে আসা ব্যাগ, প্লাস্টিকের গ্লাস, থার্মোকলের প্লেট, প্লাস্টিকের বোতল, বিয়ারের ক্যান, নদীর চরে বজ্রগুলি ফেলে চলে যায়। যেগুলি নদীতে জোয়ারের জলে ভেসে জলজ প্রাণীদের সুস্থ পরিবেশের প্রতিকূল অবস্থার সৃষ্টি করে। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।

শীতের পরিযায়ী পিকনিক পার্টিদের উদ্দেশ্যে পরিবেশ সুস্থ রাখার বার্তা দিতে বন্ধুদের কে নিয়ে জন্মদিন পালনের উদ্দেশ্যে হুগলি নদীর তীরে কেক কেটে সাফাই অভিযান শুরু করেন
সুন্দরবন জেলার পরিচিত পরিবেশ সৈনিক রায়দিঘি থানার কাশীনগরের শুভ্রদীপ বৈদ্য।

তিনি উদ্যোগে নিয়ে এদিন বেশ কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন পরিবেশ সচেতন মানুষজনকে আমন্ত্রণ জানান। উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক নীলরতন মন্ডল, সংগীতশিল্পী আবু হিয়া, রক্তদান আন্দোলনের কর্মী সফিউদ্দিন মিদ্দে (লাল্টু) ও সুকান্ত সরদার, বিশিষ্ট সাংবাদিকগণ ও বাইরে থেকে আগত পরিবেশপ্রেমী মানুষজন।
‌ শুভ্রদীপের এই মহান কর্মসূচির উদ্যোগকে সাধুবাদ জানায় এবং তার দীর্ঘ কামনা করেন এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষজন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article