নিজের শিশু সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। (Accused of murder against the mother)
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হুগলীর কোন্নগর আদর্শ নগরে শিশু খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড় (child murder)। গ্রেফতার শ্রেয়াংশুর মা শান্তা শর্মা ওরফে গুড্ডি ও মায়ের বান্ধবী ইফ্ফত পারভীন। খুনের পাঁচ দিনের মধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ এদের গ্রেফতার করে। শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরেই নৃশংস ভাবে খুন হয় আট বছরের শ্রেয়াংশু শর্মা। সেই সময় শ্রেয়াংশুর বাবা এবং মা দুজনেই কর্ম স্থলে ছিল বলে জানা গেছে। খুনের তদন্তে নামে উত্তরপাড়া থানার পুলিশ।

সূত্রের খবর, খুনের কিনারা করতে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ও ফরেনসিক বিশেষজ্ঞর সাহায্য নিয়েছিল (fingerprint)। প্রথম থেকেই শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা তার একমাত্র সন্তানের নির্মম খুনের জন্য সি আই ডি তদন্তের দাবী করেছিলেন। মা শান্তা বলেছিল, তার সন্দেহের তালিকায় কেউ নেই। তবে ছেলে খুন হয়েছে। তাই খুনি ধরা পড়ুক। শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা এদিন সাংবাদ মাধ্যমকে বলেন, তার স্ত্রী শান্তা তার ছেলেকে খুন করেছে, এটা তার কাছে অবিশ্বাস্য। তবে তার একমাত্র সন্তানের নির্মম মৃত্যুর জন্য দোষীদের ফাঁসির দাবী জানিয়েছেন। আগামীকাল অর্থাৎ বুধবার ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে প্রশাসনিক ভাবে জানানো হয়েছে।