Saturday, April 19, 2025
Ad

কোন্নগরে শিশু খুনে ধৃত মা ও মায়ের বান্ধবী। 

Must read

নিজের শিশু সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। (Accused of murder against the mother)

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হুগলীর কোন্নগর আদর্শ নগরে শিশু খুনের ঘটনায় চাঞ্চল‍্যকর মোড় (child murder)। গ্রেফতার শ্রেয়াংশুর মা শান্তা শর্মা ওরফে গুড্ডি ও মায়ের বান্ধবী ইফ্ফত পারভীন। খুনের পাঁচ দিনের মধ‍্যেই উত্তরপাড়া থানার পুলিশ এদের গ্রেফতার করে। শুক্রবার সন্ধ‍্যায় নিজের ঘরেই নৃশংস ভাবে খুন হয় আট বছরের শ্রেয়াংশু শর্মা। সেই সময় শ্রেয়াংশুর বাবা এবং মা দুজনেই কর্ম স্থলে ছিল বলে জানা গেছে। খুনের তদন্তে নামে উত্তরপাড়া থানার পুলিশ।

মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন‍্য মৃত শ্রেয়াংশুর মা শান্তা শর্মা, প্রতিবেশী কাকিমা পম্পা শর্মা ও শান্তার এক বান্ধবী ইফ্ফত পারভীনকে উত্তরপাড়া থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের জন‍্য পঙ্কজ শর্মাকেও ডাকা হয়। দিনভর এদের দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর মেলে কথার একাধিক অসঙ্গতি। মোবাইলের সূত্র ধরে এদিন বিকালে শান্তা শর্মা এবং ইফ্ফত পরভীনকে গ্রেফতার করেছে পুলিশ। ছেড়ে দেওয়া হয় পম্পা শর্মাকে। এদিন উত্তরপাড়া থানায় এক সাংবাদিক সম্মেলনে ডি সি পি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, শ্রেয়াংশুর মা শান্তা শর্মার সাথে ছোট বেলার বন্ধুত্ব ছিল ইফ্ফত পারভীনের। ক্রমে এদের মধ‍্যে ঘনিষ্ঠতা তৈরী হয় বলে মনে করা হচ্ছে। এরা দুজনেই বিহারের বাসিন্দা। পরবর্তী সময়ে দুজনেরই বিয়ে হয়ে যায়। শান্তার বিয়ে হয় কোন্নগরের আদর্শ নগরে পঙ্কজ শর্মার সাথে। ইফ্ফতের বিয়ে হয় খিদিরপুরে। ইফ্ফত বিবাহ বিচ্ছিন্না। বিয়ের পরও এদের বন্ধুত্বে ছেদ পড়েনি। দিনে একাধিক বার ফোনে কথা হত। এমনকি দুজনেরই দুজনের বাড়িতে যাতায়াতও ছিল। এদের দুই জনকে এক সাথে বিভিন্ন জায়গায় দেখা যেত মাঝে মধ‍্যে। সম্ভবত এদের ঘনিষ্ঠ মেলামেশায় ছোট্ট শ্রেয়াংশু বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। আর সেই কারণেই ছোট্ট শ্রেয়াংশুকে খুন বলে পুলিশের তরফে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। 

সূত্রের খবর, খুনের কিনারা করতে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ও ফরেনসিক বিশেষজ্ঞর সাহায‍্য নিয়েছিল (fingerprint)। প্রথম থেকেই শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা তার একমাত্র সন্তানের নির্মম খুনের জন‍্য সি আই ডি তদন্তের দাবী করেছিলেন। মা শান্তা বলেছিল, তার সন্দেহের তালিকায় কেউ নেই। তবে ছেলে খুন হয়েছে। তাই খুনি ধরা পড়ুক। শ্রেয়াংশুর বাবা পঙ্কজ শর্মা এদিন সাংবাদ মাধ‍্যমকে বলেন, তার স্ত্রী শান্তা তার ছেলেকে খুন করেছে, এটা তার কাছে অবিশ্বাস‍্য। তবে তার একমাত্র সন্তানের নির্মম মৃত‍্যুর জন‍্য দোষীদের ফাঁসির দাবী জানিয়েছেন। আগামীকাল অর্থাৎ বুধবার ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে প্রশাসনিক ভাবে জানানো হয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article