হাতে নাতে পাকড়াও রেশন পাচারকারী।
নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ: আবারও রেশন দুর্নীতির ঘটনা। দীর্ঘদিন রেশন না দিয়ে পাচার করছিল সেই সামগ্রী, এমনই অভিযোগ তুলে ক্ষোভ গ্রামবাসীদের। রেশন সামগ্রী পাচারের অভিযোগ তুলে গাড়ি ভর্তি রেশন সামগ্রী হাতেনাতে পাকড়াও করলো গ্রামবাসীরা। রেশন সামগ্রী পাকড়াও এর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কাকদ্বীপ বিধানসভার বাপুজী দশ নম্বর চ্যাটার্জি চক এলাকায়। জানাযায়, এলাকার বাসিন্দা দিনোনাথ নাইয়ার গোডাউন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়ি বোঝাই রেশন সামগ্রী নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি গাড়ি খারাপ হয়ে যায়। তা দেখেই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তারা জানতে চাওয়ায় রেশন সামগ্রীর সাথে থাকা লোকজন জানায়, রেশনের এই মাল এক গোডাউন থেকে অন্য গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে।
অবশ্য এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রেশন ডিলার তাদের কোন রেশন দিচ্ছিল না। তাহলে এই রেশন সামগ্রীগুলো এলো কোথা থেকে? এরপরেই রেশন সামগ্রী পাচারের অভিযোগ তুলে মালবোঝাই গাড়ি আটকে খবর দেন হারউডপয়েন্ট কোস্টাল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মাল বোঝাই গাড়ি সহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, রেশন ডিলার দীননাথ নাইয়া কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য। এই ঘটনার পর থেকে বেপাত্তা সে।অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে প্রায় ১৮০ বস্তা রেশন সামগ্রী উদ্ধার করা হয়, এবং দুজনকে গ্রেফতার করে শুক্রবার তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।