পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
নিজস্ব প্রতিনিধি, ত্রিপুরা :
সকাল থেকে টানা বৃষ্টি পাতের কারনে আগরতলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। এতে করে চরম অসুবিধায় পরতে হয়েছে স্কুল – কলেজ পরুয়া ছাএ ছাএী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের অফিস কর্মি সহ পথ চলতি সাধারন মানুষরা। তবে জলমগ্ন আগরতলা শহরের নিকাশি ব্যাবস্থা খতিয়ে দেখতে দেখা গেলো রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেষ দিলেন সংশ্লিষ্ট আধিকারিকদের। অন্যদিকে জলমগ্ন স্থান গুলি পরিদর্শন করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানান, শহরের সব কটি পাম্প মেশিন সক্রিয় ভাবে কাজ করছে। খুব দ্রুত জল নামবে।
তবে বলা বাহুল্য আগরতলা শহরে বিগত বছর গুলোতে যেসব জায়গায় জল জমেনি আজ সেই সব জায়গা গুলিও জলমগ্ন হয়ে পরে। ফলে রাজধানী আগরতলার বেশ কিছু ব্যাস্ত তম রাস্তায় যান জটের সৃস্টি হয়েছে