নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মা
পুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকার ১৭ সেপ্টেম্বর সরকার ছুটি ঘোষণা করলেও, খোলা থাকছে বিশ্ববিদ্যালয়। ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত স্পষ্ট জানিয়েছেন, তিনি এই ছুটি অনুমোদন করছেন না।
সরকার সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাজ্যে ছুটি থাকবে। ফলে স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান—সবকিছুই বন্ধ থাকার কথা। কিন্তু সেই পথে হাঁটল না কলকাতা বিশ্ববিদ্যালয়। স্বাভাবিক কারণেই আবার শাসক দলের ক্ষোভে পড়লেন শান্তা। উপাচার্য শুধু বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশই দেননি, একইসঙ্গে সেদিনই স্নাতকোত্তরের দ্বিতীয় দফার ভর্তির কাউন্সেলিংও নির্ধারণ করা হয়েছে।
এই প্রসঙ্গে উপাচার্য শান্তা দত্ত দে বলেন, “কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনওদিনই বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি থাকত না। অর্থ দফতর ও উচ্চশিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা আমাদের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়নি। আমরা একটি স্বশাসিত বিশ্ববিদ্যালয়। তাই বুধবার আমাদের বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।” যদিও রাজ্যের অর্থ দফতর ইতিমধ্যেই ছুটি ঘোষণার নির্দেশিকা প্রকাশ করেছে এবং সেই অনুযায়ী যাদবপুর, রবীন্দ্রভারতী, প্রেসিডেন্সির মতো অন্যান্য স্বশাসিত বিশ্ববিদ্যালয় নিজেদের নিয়মে ছুটি ঘোষণা করেছে। এই ক্ষেত্রে ব্যতিক্রম শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়।