নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস। বাংলার বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজর প্রেক্ষাগৃহে উদ্বোধন হলো অভিযানের মুখপত্র “পুরুষ কথা”। তার সঙ্গে ভারতের বৃহত্তম পুরুষ অধিকার আন্দোলন কর্মী, দীপিকা নারায়ণ ভরদ্বাজের বিখ্যাত ডকুমেন্টরি ফিল্ম ‘INDIA’S SONS ” এর স্ক্রিনিং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুষ কথা পত্রিকার সম্পাদক দেবাংশ ভট্টাচার্য, ডেপুটি কমিশনার অফ পুলিশ সিদ্ধার্থ ব্যানার্জী, ডেপুটি সুপারিডেন্ট অফ পুলিশ জয়দেব বসু, বিশিষ্ট সংবাদিক জয়ন্ত ঘোষাল ও সংগঠনের কর্মকর্তারা। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা তথা সাধারণ সম্পাদক গৌরব রায় জানান, সারা পশ্চিমবঙ্গের যে কোন প্রান্তে কোন পুরুষ যদি কোন মহিলার দ্বারা মিথ্যে ষড়যন্ত্রের শিকার হন তাহলে সেই অসহায় পুরুষটির পাশে দাঁড়িয়ে তাদের সংগঠন অভিযান লড়াই করছে ও করবে।
সংগঠনের চেয়ারপারসন শ্রীমতি স্মিতা দাস রায় জানান, আজ বহু পুরুষ মহিলাদের মিথ্যে চক্রান্তের শিকার হয়ে আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তাই তাদের সংগঠনের মহিলা সদস্যরা সেই সব দাদা ও ভাইদের পাশে দাঁড়িয়ে সেই সকল ষড়যন্ত্রকারী মহিলাদের বিরুদ্ধে সংঘটিতভাবে লড়াই করবে।
সংগঠনের কো-অর্ডিনেটর শ্রীমতি রিয়া শর্মা জানান, বাংলার বুকে অভিযান এমন একমাত্র পুরুষ অধিকার আন্দোলন সংগঠন যেখানে প্রেসিডেন্ট একজন মহিলা, চেয়ারপারসন একজন মহিলা, কোর কমিটির সদস্য মহিলা, জেলা সভাপতিরা মহিলা, সুতরাং আজ বাংলার মহিলারা সংঘটিতভাবে তাদের ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করার জন্য প্রস্তুত।
সংগঠনের প্রধান মুখপাত্র সুমন সাদুখাঁ জানান বাংলার যে কোন প্রান্তে যে কোন অসহায় পুরুষ মহিলাদের দ্বারা আক্রান্ত ও নির্যাতিত হলে তারা যেন অভিযানের হেল্পলাইন নাম্বার ৮৩৩৫০০৩৫০০ তে যোগাযোগ করেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট ‘পুরুষ অধিকার’ আন্দোলন অব্যাহত রাখার উৎসাহ দেন। পাশাপাশি বহু কলেজ পড়ুয়ারা এই আন্দোলনে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করে।