Monday, October 20, 2025
Ad

মধু সংগ্রহকারীরা পেলেন বোট লাইসেন্স সার্টিফিকেট।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

২৫লাখ উপার্জন করবে মধু ব্যবসায়ীরা।

বাবলু হাসান, কুলতলি : আজকে সুন্দরবনের ঐতিহ্যবাহী মধু সংগ্রহকারীদের বি এল সি (বোট লাইসেন্স সার্টিফিকেট) প্রদান শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের তরফ থেকে।

রাইদিঘি অঞ্চলে ৪২টি, মাতলা অঞ্চলে ২৯টি ও রামগঙ্গা অঞ্চলে ১৯টি মোট ৯০টি বি এল সি প্রদান করা হয়। তাদেরকে কমপক্ষে ১০ মেট্রিক টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের বন-উন্নয়ণ নিগম থেকে মধুর কেনার যে দাম ছিল ১৮০টাকা তা বাড়িয়ে ২৫০টাকা করা হয়েছে। যার ফলে প্রতিটি ছয় থেকে দশ সদস্য বিশিষ্ট এই ৯০টি দল কমপক্ষে ২৫ লাখ টাকা উপার্জন করবে বলে আশা করা হচ্ছে। এতে মধু সংগ্রাহকারীরা আরোও উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে।

এই সংগ্ৰহকারী দলের সদস্যরা প্রত্যেককে ৫ লক্ষ টাকার স্বতন্ত্র জনতা বীমা পাবেন। যাতে কোন রকম দুর্ঘটনা ঘটলে সংগ্ৰাকারিরা এবং এনাদের পরিবার বীমার সুবিধা পেতে পারেন। এছাড়াও মাস্ক, মধু সংগ্রহের জার, টি-শার্ট বনোদপ্তরের পক্ষ থেকে ইত্যাদি দেওয়া হয়েছে। এর পাশাপাশি টহলদারি নৌকা থাকছে যাতে কোন বিপদ ঘটলে বা আহত হলে তৎক্ষণাৎ তার চিকিৎসার ব্যবস্থা করা হয় তার জন্য।

একমাস যাবত এই ভাবেই মধু সংগ্রাহ করা হবে, প্রথম ভাগের দল গুলো ১৫ দিনে মধু সংগ্রহ করে নিয়ে আসার পর আবার দ্বিতীয় ভাগের দল গুলো বাকি ১৫ দিন মধু সংগ্রহ করতে যাবেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article