Friday, October 24, 2025
Ad

পারিবারিক সম্পত্তির জেরে রক্তাক্ত কুলপিতে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

প্রতিবাদ করায় আহত হলেন প্রতিবাদী।

তপন কুমার দাস, কুলপী : পুকুর ছেঁচাকে কেন্দ্র করে রক্তাক্ত দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানা অন্তর্গত রামেশ্বরপুরে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রামকৃষ্ণপুর অঞ্চলের রামেশ্বরপুর এর ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, বকেয়া টাকা পরিশোধ না করে লিজ নেওয়া পুকুর ছেঁচাকে কেন্দ্র করে রক্তাক্ত হন সাইফুদ্দিন মন্ডল নামের এক ব্যক্তি। ঘটনা সূত্রে জানা যায়, পরিবারের একটি ভাগের পুকুর লিজ নিয়েছিল জাকির হোসেন মন্ডল। কিন্তু টাকা না দিয়ে মেশিন বসিয়ে পুকুরটি ছেঁচে ফেলে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিল জাকির। তাকে বাধা দিতে গিয়ে আক্রান্ত হন সাইফুদ্দিন মন্ডল।

হাসপাতালে আহত সাইফুদ্দিন মন্ডল।

প্রথমে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হাতাহাতি তে পরিণত হয়। তারপর আচমকা অভিযুক্ত জাকির মন্ডল সাইফুদ্দিন মন্ডলকে ক্ষুর দিয়ে আঘাত করে। ভাগ্য চক্রে সাইফুদ্দিনের গলায় না লেগে মাথায় এবং কানে লাগে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি করে আহত সাইফুদ্দিন মন্ডল কে কুলপি ব্লক হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে।
আহতের পরিবারের পক্ষে কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তবে এই ঘটনায় এলাকা থেকে পলাতক অভিযুক্ত। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article