বন্দনা ভট্টাচার্য, হুগলি : মঙ্গলবার ভোর রাতে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করল এক যুবক। তিনি বিজেপির হুগলী মন্ডলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডের কেওটা মিলিটারি কলোনিতে। অভিষেক চৌধুরী নামের ২৮ বছরের ওই যুবক তার মৃত্যুর জন্য স্থানীয় আমরা কজন ক্লাবের সম্পাদক ও তৃণমূল কর্মী কুনাল সরকারকে দায়ী করেছেন। মৃত্যুর আগে অভিষেক ফেসবুক লাইভ করে জানান সে বিজেপি সমর্থক ছিল বলে প্রায়ই অভিষেক এবং তার বাড়ির লোককে খুন করার হুমকি দিত কুনাল। কয়েকবার তার বাড়িতে গিয়েও ধমকি দেয় কুনাল। সেই আতঙ্কে দিন কাটাচ্ছিল অভিষেক। অবেশেষে মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
তার বন্ধুরা ফেসবুক লাইভ দেখে বাড়িতে গিয়ে দরজা ভেঙে অভিষেককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বন্ধুরা যাওয়ার আগে পর্যন্ত অভিষেকের বাড়ির লোক কিছু টের পায় নি। অভিষেকের মৃত্যুকালীন অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানার পুলিশ কুনালকে আটক করেছে। এই ঘটনা জানার পর চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মৃত অভিষেকের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়ে আসেন।