আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক বিপ্লব কুমার দেব।
নিজস্ব প্রতিনিধি, এিপুরা : এই মুহূর্তের সব থেকে বড় খবর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদ ত্যাগ করলেন। তবে আচমকাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর ঘটনায় হতবাক গোটা রাজ্য। তবে হঠাৎ মখ্যমন্ত্রীর এই পদত্যাগ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে।
জানা যাচ্ছে দলের সিদ্ধান্ত অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দলের রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহাকে সাথে নিয়ে শনিবার বিকেলে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন রাজ্যপালের কাছে।
মেয়াদের ১০ মাস বাকি থাকতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন তিনি। যদিও ঠিক কি কারনে তিনি ইস্তফা দিলেন তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায় নি। সূত্র মারফত যেটুকু জানা গিয়েছে, তিনি দলের নির্দেশেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথা সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথাতেও সেই ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিন দুয়েক আগেই বিপ্লব দেব বিজেপি সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছিলেন। আর তারপরে আজই এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন। এই ঘটনাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তৃনমুলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, আগামী নির্বাচনে এমনিতেই বিজেপি হারবে। আজকের ঘটনা ওদের ব্যাপক গোষ্ঠী কোন্দলের ফল।