Friday, October 24, 2025
Ad

কুল্পিতে শুরু হলো দ্বিতীয় দফায় “বিধায়কের অঞ্চলে একদিন ও দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

কেউ আর ভোট পাবে না : যোগরঞ্জন হালদার।

গাজীপুরে কর্মী সভা।

ইমন কল্যাণ, কুলপি : কুলপি ব্লকে দ্বিতীয় দফায় শুরু হলো বিধায়কের অঞ্চলে একদিন কর্মসূচি। রবিবার গাজীপুর অঞ্চলের বাঁশবেড়িয়ায় শনি মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচীর সূচনা করেন বিধায়ক যোগরঞ্জন হালদার।

সেইসাথে এদিন গাজীপুর অঞ্চলের দিদির সুরক্ষা কবচ কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক। কুলপি বিধানসভায় প্রথম দফায় পাঁচটি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এটি ছিল দ্বিতীয় দফার প্রথম কর্মসূচি।

“অঞ্চলে একদিন” বিধায়ক।

বিধায়ক সহ উপস্থিত ছিলেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, INTTUC র সভাপতি সনাতন সরদার, কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শামসুর আলম মীর, গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম মোল্লা প্রমুখ।

এদিন গাজীপুর অঞ্চলে দিদির সুরক্ষা কবচ প্রচারে বেরিয়ে বাড়িতে বাড়িতে ঘুরলেন বিধায়ক। শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিধায়ক। তারপর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং সুপারভাইজার, বুথ সভাপতি সহ সমস্ত সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেন বিধায়ক। অবশেষে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মনোবল চাঙ্গা করতে তাদের সাথে মধ্যাহ্ন ভোজে যোগ দেন বিধায়ক যোগরঞ্জন হালদার।

https://fb.watch/iO_raJRaqC/ কি বললেন বিধায়ক শুনুন।

এদিন বৈকালে বাঁশবেড়িয়াতে প্রায় পাঁচশত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয় গাজীপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষে। এই সভায় বিধায়ক, ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি সহ উপস্থিত ছিলেন যুবনেতা অমর ফারুক এবং ঢোলা অঞ্চল প্রধান প্রতিনিধি হোসেন কয়াল প্রমুখ।

নৈশ্য ভোজে বিধায়ক।

সভা শেষে সন্ধ্যায় এই অঞ্চলের সমস্ত দিদির দূতেদের প্রশিক্ষণ দেয়া হয়, তারপর নৈশ্য ভোজের পর “বিধায়কের অঞ্চলে একদিন” কর্মসূচির সমাপ্তি ঘটে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article