ভাঙড় কাণ্ডে গ্রেপ্তার আরও তিন।
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়: সেই শিলিগুড়ি থেকে কাকদ্বীপ, সমানে চলেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আর তার পরিণামে অনেক প্রাণ গেছে। এবার প্রাণ গেলো ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খাঁর। তদন্তে নেমেই পুলিশ বুঝতে পারে এটা গোষ্ঠীকোন্দলের কারণেই হয়েছে। ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জা খাঁ খুনের গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী। এবার গ্রেফতার হলেন আজাহারউদ্দিন মোল্লা। এখনও পর্যন্ত রেজ্জাক খাঁ খুনে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভাঙড়ের এই হত্যাকাণ্ডে বড় মোড় দিয়েছিল পুলিশ। রেজ্জাককে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে। রেজ্জাকের পাশের বুথের সভাপতি তথা ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য ছিলেন এই দাপুটে নেতা। এবার পুলিশের জালে আরও এক তৃণমূল কর্মী।জানা গিয়েছে, আজহারউদ্দিন আগে আইএসএফ করলেও, গত বছরের জুলাই মাসে শওকত মোল্লার হাত ধরেই আসমা বিবি এবং আজহারউদ্দিন মোল্লা তৃণমূলে যোগ দেয়। আইএসএফে থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হওয়ায় গুরুতর আহত হয়েছিলেন আজহারউদ্দিন। আহত অবস্থাতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন আজহারউদ্দিন। রবিবার রাতে পোলেরহাট থানা এলাকার একটি আবাসন থেকে আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ। আগেই গ্রেফতার হওয়া তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে এবং ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই গতকাল আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয় জাহান আলি খান ওরফে কাঙাল এবং রাজু মোল্লাকেও। যদিও খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। ধৃতদের সোমবার বারাইপুর মহকুমা আদালতে তোলা হবে।