নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েক বছর ধরেই কলকাতা পৌরসভা চেষ্টা করে চলেছে সাইনবোর্ডে বাংলা লেখানো। কিন্তু পেরে উঠছে না। প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখা হয়নি। তাই এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পুরসভা। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শহরের সব বাণিজ্যিক সংস্থা ও হাসপাতালের নামফলক স্পষ্ট বাংলায় লিখতে হবে। এমনভাবে তা টাঙাতে হবে যাতে সবাই দেখতে পায়। শনিবার পুরসচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির কপি পুরসভার ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে সাধারণের জ্ঞাতার্থে। শহরের সব দোকান, কোম্পানি, অফিস, রেস্তরাঁ, হোটেল, হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার অর্থাৎসব বাণিজ্যিক প্রতিষ্ঠান এই নির্দেশের আওতায় আসবে।
এর আগে মেয়র ফিরহাদ হাকিম গত কয়েক মাস ধরে শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার জন্য আবেদন জানিয়েছেন। পুর কমিশনারের দপ্তর থেকেও শহরের সব দোকান, শপিংমল ও হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে। পুরসভার এক শীর্ষকর্তার কথায়, অন্তত ৪৫ হাজার বাণিজ্যিক সংস্থা পুরসভার ট্রেড লাইসেন্সের আওতায়। এইসব সংস্থাকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলা ভাষার এক সুবিশাল ঐতিহ্য রয়েছে।