Tuesday, September 2, 2025
Ad

বিভিন্ন দাবি নিয়ে সি পি আই এম এর কৃষক সভার বি ডি ও অফিস ঘেরাও শ্যামপুরে।

Must read

সুপ্রিয় গাঙ্গুলী, হাওড়া : বুধবার শ্যামপুর ২ নং ব্লক এ বি ডি ও অফিস অভিযান বিভিন্ন দাবিতে দাবি গুলি হোলো।                  • খাল, নালা সংস্কার।

• ১০০ দিনের বকেয়া টাকা পরিশোধ।

• বয়সের নিরিখে বার্ধক্য ভাতা প্রদান।

• সমস্ত ক্ষেতমজুর, গরিব মানুষকে জব কার্ড দিতে হব।

• স্বজন-পোষন, ইন্দিরা আবাসনে কাটমানি, দূর্নীতি বন্ধ করতে হবে। সহ অন্যান্য দাবিতে সারা ভারত কৃষক সভা। শ্যামপুর ২ নম্বর BDO অফিসে অবস্থান ও দাবি আদায়ের লড়াই এর ডাক দিয়েছিলেন।শসাটি স্কুল থেকে ৫০০ মিটার রাস্তা মিছিল করে বি ডি ও অফিসে অভিযান করে।

উপস্থিত ছিলেন কৃষক সভার শ্যামপুর ২ নম্বর ব্লক সম্পাদক দেবপ্রসাদ জানা, কৃষক সভার হাওড়া জেলা সম্পাদক পরেশ পাল। সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন শ্যামপুর ২ সম্পাদক অভিমন্যু প্রামাণিক। মহিলা নেত্রী শিখা কর, হাওড়া জেলা কমিটির সদস্য মহেন্দ্র রায়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article