বিধায়কের উপর হামলা, বামেদের প্রতিবাদ মিছিল কুলতলিতে।
বাবলু হাসান, কুলতলি: সিপিআইএম কুলতলী এরিয়া কমিটির উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। বুধবার বিকালে কুলতলী ব্লকের জামতলা বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়। গড়র্দেয়ানি অঞ্চলের ঠাকুরের চক গাজি পাড়ায় ১৩ ই মার্চ সোমবার সকালে দলীয় কর্মসূচিতে যাবার পথে কুলতলির প্রাক্তন বিধায়ক রাম সংকর হালদার সহ একাধিক কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রমণ করে। তার প্রতিবাদে আজ বুধবার বিকালে ধিক্কার মিছিলে সামিল হয় কয়েকশ সিপিআইএম কর্মী সমর্থক। টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো সি পি আই এম কর্মী সমর্থকরা কুলতলি ব্লকের জামতলা বাজারে।
উপস্থিত ছিলেন কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল, রামচন্দ্র নস্কর, মাধব হালদার সহ সিপিআইএমের একাধিক নেতৃত্ববৃন্দ। এই প্রতিবাদ মিছিল থেকে কড়া হুঁশিয়ারি দেয় বাম নেতৃত্বরা।