প্রেস বিজ্ঞপ্তি, কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস প্রাকৃতিক দুর্যোগ তথা অশনি নিয়ে একটি প্রেস বিবৃতিতে জানায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ষাকালে ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার খবর ও দ্রুত মেরামতির লক্ষ্যে আজ মঙ্গলবার ১০ই মে,২০২২ থেকে বিদ্যুৎ ভবনে একটি 24×7 কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৫ই নভেম্বর,২০২২ পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে।
ঝড়-বৃষ্টিতে কোথাও যদি কোনও বিদ্যুতের তার ছিঁড়ে যায়, পোল পড়ে যায় বা ট্রান্সফর্মার বিকল হয়,সরাসরি কন্ট্রোল রুমে ফোন বা হোয়াটস অ্যাপের মাধ্যমে তা জানানোর ব্যবস্থা করা হয়েছে।
কন্ট্রোল রুমের নম্বর : 8900793503 / 8900793504 ইতিমধ্যেই সংবাদপত্র ও এসএমএসের মাধ্যমে সমস্ত গ্রাহক ও জনসাধারণকে অবহিত করা হয়েছে।