Monday, October 20, 2025
Ad

Shankaracharya Swami Sadanand Saraswati Maharaj:কোন্নগরে শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মহারাজের আগমন।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: ব্রহ্মলীন জগৎগুরু শ্রী শঙ্করাচার্য জ‍্যোতিষ এবং দ্বারকা শারদা পীঠাধীশ্বর স্বামী স্বরুপানন্দ সরস্বতী মহারাজের কৃপা পাত্র শিষ‍্য শ্রী সদানন্দ মহারাজ গুরু শঙ্করাচার্যের (Shankaracharya Swami Sadanand Saraswati Maharaj) আসনে গুরু হিসাবে আসীন হওয়ার পর, এই প্রথমবার হুগলীর কোন্নগরে পদার্পন করেন। মঙ্গলবার প্রথমে তিনি কোন্নগর জিটি রোডে শতাব্দী প্রাচীন সিদ্ধেশ্বরী মা কালীর মন্দিরের প্রণাম জানিয়ে কোন্নগর বারোমন্দিরের সন্নিকটে রাজরাজেশ্বরী মন্দিরে এসে উপস্থিত হন। সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে থেকে বর্ণাঢ‍্য শোভাযাত্রা এবং উলুধ্বনী ও শঙ্খধ্বনী সহকারে মহারাজকে স্বাগত জানিয়ে রাজরাজেশ্বরী মন্দির পর্যন্ত নিয়ে আসা হয়। হাজার খানেক ভক্ত এদিন মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে ছিলেন।

মন্দিরে প্রবেশ করে প্রথমে তাঁর পাদুকা পূজন হয়। এদিন উচ্ছসিত ভক্তদের মাঝে উপস্থিত হয়ে তিনি জানান, গুরুই সব ঈশ্বরের অধিশ্বর, গুরুর উপরে আর কেউ নেই। গুরুকে শ্রদ্ধা ভক্তি করলেই সর্ব দেবতা সন্তুষ্ট হবে।
স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ সংবাদ মাধ‍্যমকে জানান, বিদেশের একটা চক্র সাম্প্রদায়িকতার সৃষ্টি করার চক্রান্ত করছে। কিন্তু প্রকৃত সনাতন হিন্দু ধর্মের মানুষ ও ধর্মগুরু হিসাবে তিনি, সকলেই ধর্মের প্রচারের মাধ‍্যমে বিদেশের এই চক্রান্তকে ব‍্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তি মলিননি জগতের কল‍্যানের জন‍্য মঙ্গল কামনাও করেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article