সুজন সরকার, ডোমকল : আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল ডোমকল থানার পুলিশ।গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ডোমকলের হরিশঙ্করপুর মোড়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই ব্যাক্তিকে আটক করলে তাদের কাছে থেকে উদ্ধার হয় আগ্নেয় অস্ত্র। তারপরেই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি বন্দুক, দু রাউন্ড গুলি এবং একটি ভোজালি উদ্ধার হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে বেআইনি অস্ত্র উদ্ধার হওয়াই স্বাভাবিক ভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
তবে পুলিশ প্রসাশনের তৎপরতায় আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে এলাকাবাসীরা।ধৃত দুজনের নাম আতিকুর ইসলাম এবং শফিকুল ইসলাম। একজনের বাড়ি জলঙ্গীতে ,অপর একজনের বাড়ি ডোমকলে। ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে বুধবার জেলা আদালতে পাঠিয়েছে ডোমকল থানার পুলিশ।