অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান (Sk Shahjahan)।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ৫ই জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি (ED)। এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন সন্দেশখালির বাদশা শেখ শাহজাহান। অবশেষে ৫৫দিন পরে গ্রেফতার সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড। বৃহস্পতিবার দুপুরে আদালতে পেশের প্রক্রিয়া শুরু হবে। তবে, কখন কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে তা পুলিশের তরফে এখনও স্পষ্ট জানা যায়নি ।
জানা গিয়েছে, বুধবার দুপুরের পর থেকে শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শুরু হয় তল্লাশি। বৃহস্পতিবার ভোরেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। বসিরহাট আদালতে পেশ করা হবে আজ। সন্দেশখালিতে মুখে মুখে কেবলই একটাই নাম শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতারির দাবি তুলেই অশান্ত হয়েছিল সন্দেশখালি। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল এই ঘটনায় CBI, ED এবং রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে। অ্যাডভোকেট জেনারেল এদিন বলেন, আমরা যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারি, তাহলে আমাদের দেখাতে হবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হল।
প্রসঙ্গত, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচারব্যবস্থা।
অবশেষে বৃহস্পতিবার ভোরে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’কে গ্রেফতার করল পুলিশ।