অভিযুক্ত কে পাঠানো হলো বারুইপুর আদালতে।
বাবলু হাসান, কুলতলী : দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানার মেরিগঞ্জ দুই অঞ্চলের ডোঙ্গাজোড়ার বাসিন্দার কৃষ্ণ হালদারের বিরূদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ দায়ের হয় কুলতলী থানায়। গত শনিবার কৃষ্ণ হালদারের শ্বশুরবাড়ির লোকজন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে কুলতলী থানার পুলিশ তদন্ত শুরু করে। ২৫ শে মার্চ শনিবার ডোঙ্গাজোড়া এলাকা থেকে কুলতলি থানার পুলিশ কৃষ্ণ হালদার কে গ্রেফতার করে। ২৬ শে মার্চ রবিবার কৃষ্ণ হালদার কে বারুইপুর আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ৪৯৮A,৩০৪B,৩০২,৩৪ -IPC ধারায় মামলা রুজু করেছে কুলতলী থানার পুলিশ