Wednesday, October 22, 2025
Ad

নিম্নমানের মিড-ডে মিলের অভিযোগ, ধুন্ধুমার কুলপিতে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, কুলপি : পোকা ভর্তি নিম্নমানের মিড-ডে মিল বিতরণের অভিযোগে ধুন্ধুমার বাধল দক্ষিণ ২৪ পরগনার কুলপির দক্ষিণ রাজারামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ, গত শনিবার থেকে এই বিদ্যালয়ের পড়ুয়াদের ভাতের সঙ্গে পোকা ভর্তি সোয়াবিনের তরকারি দেওয়া হচ্ছে। অনেক পড়ুয়াকে সেই খাবার খেতে প্রধান শিক্ষক সোমনাথ হালদার জোর করেছেন।এই ঘটনার কথা অভিভাবকরা জানতে পারার পর প্রতিবাদ করেন। প্রধান শিক্ষককে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। কিন্তু প্রধান শিক্ষক কোন ব্যবস্থা নেননি। উল্টে একই খাবার পড়ুয়াদের দেওয়া হচ্ছে। এরপর গতকাল থেকে অভিভাবকরা বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে পুলিশ আসে। সমস্যা সমাধানে বুধবার দুপুরে বিদ্যালয়ে একটি বৈঠক ডাকা হয়। অভিভাবক, ব্লকের মিড- ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়।

অভিভাবকদের অভিযোগ ঘিরে বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে। মিড- ডে মিলের দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান, প্রতি মাসে প্রধান শিক্ষককে দু হাজার টাকা করে কাটমানি দিতে হয়। এই অভিযোগ ওঠার পরেই বৈঠক আরও তপ্ত হয়ে ওঠে। প্রধান শিক্ষককে শাস্তির দাবী তোলেন অভিভাবকরা। প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখেন অভিভাবকরা৷ ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বিশাল পুলিশ বাহিনী বিদ্যালয়ে চলে আসে। অভিভাবক ও পুলিশের মধ্যে ধ্বস্তাধস্তিও শুরু হয়। এরপর কোনক্রমে প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে নিয়ে যায় কুলপি থানার পুলিশ। বর্তমানে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১৪০। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article