Tuesday, October 21, 2025
Ad

বিদ্যালয়ের মধ্যেই শিশু ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

শিশু ছাত্রীকে শারীরিক নিগ্রহ, গ্রেফতার নিরাপত্তা রক্ষী।

বন্দনা ভট্টাচার্য্য, হগলী: ছোট্ট শিশুকে স্কুলের মধ‍্যেই যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল স্কুলের নিরাপত্তারক্ষীকে। ঘটনাটি হুগলীর উত্তরপাড়ায় একটি ইংরেজি মাধ‍্যম বেসরকারি স্কুলের ঘটনা। শিশু ছাত্রীটির বয়স মাত্র আড়াই বছর। শিশুটি ভালো করে এখনও কথা বলতে শেখেনি। নির্যাতিতা শিশুটির অভিভাবকের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বাচ্ছাটি স্কুলে যেতে ভয় পাচ্ছিল। অভিভাবক কারণ জানতে চাইলে বাবা মাকে আঙ্কেল খারাপ ভাবে স্পর্শ করে বলে জানিয়েছে। অবশেষে শিশুটির অভিভাবক স্কুলের অন‍্যান‍্য অভিভাবকদের বিষয়টি জানান। ঘটনার কথা প্রকাশ‍্যে আসতেই অন‍্যান‍্য অভিভাবকদের সাথে স্থানীয় মানুষরাও ক্ষোভে ফেটে পড়েন। স্কুলের প্রিন্সিপাল রিমি চৌধুরীকে ঘিরে শুরু হয় প্রতিবাদ। প্রিন্সিপাল ও তার স্বামী এই বিষয়ে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করতে গেলে, তার উপরে চড়াও হয় ক্ষিপ্ত জনতা। চলে উত্তম মধ‍্যমও।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তরপাড়া থানার পুলিশ। প্রিন্সিপাল ও তার স্বামীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা রয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, শিশুদের উপরে সঠিক ভাবে নজর দিলে স্কুলের ভিতরে এমন ঘটনা ঘটতো না। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হলে পকসো আইনে মামলা ঋজু করা হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article