Monday, October 20, 2025
Ad

একশ বছর অতিক্রম করার পরে দাদুর নতুন দাঁত গজিয়েছে, আনন্দে হলো অন্নপ্রশন।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: এ এক আজব কান্ড ঘটেছে কোচবিহারের হলদিবাড়ি গ্রামে। দাদুর যে ফের দুধের দাঁত গজিয়েছে। বৃদ্ধের অন্নপ্রাশনের অনুষ্ঠান ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। এলাহি আয়োজন বাড়িতে। গ্রামের মানুষজন তো হাজিরই। নিমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন এলাকার বিডিও, সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও। বয়সের সেঞ্চুরি আগেই পার করেছেন নৃপেন্দ্র বর্মণ। এবার ঘটা করে পালন করা হল তাঁর অন্নপ্রাশন। বৃদ্ধের নাত-নাতনি থেকে বাড়ির লোকজন এই আয়োজন করেছেন। কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের বড় হলদিবাড়ি গ্রামের বাসিন্দা নৃপেন্দ্র বর্মণ। ওই গ্রাম তথা জেলার প্রবীণতম মানুষ হয়তো তিনিই। গ্রামের সকলের কাছেই তিনি এখন দাদু বলে পরিচিত। ভোটার কার্ডের হিসেব ধরলে তাঁর বয়স এখন ১০২ বছর। যদিও তিনি দাবি করেন, তাঁর বয়স এখন ১১৩ বছর।

তিন প্রজন্ম ওই বাড়িতেই থাকে। পরিবারে তাঁর তিন ছেলে চার মেয়ে। নাতি-নাতনির সংখ্যা ৩৪। নাতি-নাতনিরা দাদুকে নিয়ে সবসময় মশগুল থাকেন। বয়সের ভারে, প্রাকৃতিক নিয়মে আগেই বৃদ্ধের অনেক দাঁত পড়ে গিয়েছেন। হাতে গোনা কিছু দাঁতও প্রায় ক্ষয়ে গিয়েছে। সম্প্রতি নাতি-নাতনিরা লক্ষ্য করেন দাদুর ফের দাঁত গজাচ্ছে। মুখের মাড়ি ফুঁড়ে ধবধবে সাদা তিনটি ‘দুধের দাত’ দেখা গিয়েছে। আর তারপরেই নতুন করে দাদুকে নিয়ে নাতি-নাতনির মধ্যে উৎসাহ দেখা যায়। আহ্লাদে আটখানা হয় নাতি-নাতনি থেকে পরিবারের সদস্যরা। ঠিক হয় দাদুর অন্নপ্রাশন করা হবে। আর তা হবে বেশ জাঁকজমক করে। শুক্রবার সেই অন্নপ্রাশন অনুষ্ঠান ঘিরে হইহই কাণ্ড দেখা গেল গ্রামে। এলাকার মানুষজন তো উপস্থিত ছিলেনই। নিমন্ত্রণরক্ষা করতে এসেছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু ভুটিয়া, সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article