Saturday, August 30, 2025
Ad

বাজারদর নিয়ন্ত্রণে আনতে সবজি বাজারে হানা প্রশাসনের।

Must read

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: একদিকে যেমন নিম্নচাপের কারণে অতিবৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ, অপরদিকেই ঘুম ছুটেছে সবজি বাজারে কাঁচা সবজি কিনতে। দিন আনা দিন খাওয়া মানুষদের অতিবৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে তাদের রোজকার। স্বাভাবিকভাবেই টান পড়ছে সংসারে। তার উপর নাগালের বাইরে কাঁচা সবজি। ঝিঙে, পটল, মুলো প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা এবং বেগুন ও কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। বাজার নিয়ন্ত্রণে আনতে আজ কৃষি বিপনন আধিকারিক, উদ্দান পালন বিভাগের আধিকারিক,
বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত হানা দেয় মিউনিসিপালিটি মার্কেট ও পোস্ট অফিসের সামনের সবজি মার্কেটে।

এই বিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত বলেন, আমাদের কাছে সাধারণ মানুষের অভিযোগ সবজি বাজারে আগুন ছোঁয়া দাম, যার কারণে সবজি কিনতে পারছে না সাধারণ মানুষ।আলু সেদ্ধ ভাত খাচ্ছে। যার কারণে প্রশাসনের পক্ষ থেকে আজ সবজি বাজারে হানা দেয়া হয়। তবে সবজি বাজার যে আগুন ছোঁয়া তা স্বীকার করে নিয়েছেন তিনি। কিছু সবজি খুচরো সবজি বিক্রেতারা আড়তদার দের কাছ থেকে কিনে কিলোপতি ৪০ টাকা বেশি দরে আমজনতার কাছে বিক্রি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তবে প্রশ্ন একটাই প্রশাসনের তৎপরতায় আদৌ কি কমবে খোলা মার্কেটে কাঁচা সবজির দাম? আলু সেদ্ধ ভাত থেকে সবজি ভাত উঠবে সাধারণ মধ্যবিত্ত মানুষের মুখে?

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article