নিজস্ব প্রতিবেদক, কলকাতা: এটা প্রত্যাশিত ছিল। ঠিক তাই হলো। সোমবার সকালেই SSC-র ‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ‘দাগি’-রা। কমিশনের প্রকাশ করা তালিকায় নবম–দশম ও একাদশ–দ্বাদশে শিক্ষক পদে নিযুক্ত ‘টেন্টেড’–দের অধিকাংশই প্রশ্ন তুলেছিলেন, কোন ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে? এ বার এসএসসি-র সেই তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ‘দাগি’-দের একাংশ। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে তাঁরা আবেদন করেছেন। তবে রাজ্য সরকার আগেই ক্যাভিয়েট ফাইল করেছে। মামলার আজই শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের ১৩ নম্বর কোর্টের ৫৬ নম্বর আইটেম হিসেবে রয়েছে মামলাটি।টেন্ডেড তালিকা প্রকাশের পরেই একাধিক দাগি শিক্ষকরা প্রশ্ন তুলেছিলেন, কোন ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে?
তাঁদের একাংশের আরও দাবি ছিল, এসএসসি আদালতে বার বার বলেছে, তাদের কাছে ওএমআর শিট নেই। সে ক্ষেত্রে এই তালিকা কোন ভিত্তিতে তৈরি এবং তার গ্রহণযোগ্যতা কতটা, সেই প্রশ্নও তুলেছেন টেন্টেডরা। এ বার বিষয়টি নিয়ে সরাসরি আদালতের দ্বারস্থ ‘দাগি’ শিক্ষকদের একাংশ। উল্লেখ্য, চলতি বছরের সুপ্রিম কোর্ট এসএসসি-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিল অনিয়মের কারণে। ফলে রাতারাতি চাকরিহারা হয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। নতুন করে নিয়োগের নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। এ দিকে ‘যোগ্য’ শিক্ষকদের দাবি ছিল, কারা ‘অযোগ্য’ সেই তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কমিশন রবিবার রাত পর্যন্ত মোট ১৮০৬ জনের তালিকা প্রকাশ করেছিল। যদিও প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, ওই তালিকা অসম্পূর্ণ। ওটা ৫ থেকে ৬ হাজার হবে।