নিজস্ব সংবাদদাতা, কুলতলী : কুলতলির কৈখালি এলাকায় বসিরহাট থেকে আগত তিন মৎস্যজীবিকে নৌকাসহ অপহরণের অভিযোগ কুলতলি থানাতে।
খবর আসতেই তল্লাশি শুরু করলো কুলতলি থানার বিশেষ দল। আইসি অর্ধেনদু শেখর দে সরকারের নেতৃত্বে কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়খালি এলাকায় জঙ্গলের মধ্যে থেকে অক্ষতভাবে উদ্ধার করা হয় তিনজনকে। উদ্ধার ইয় নৌকাটিও।
এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার এক দুষ্কৃতী। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানা যায় প্রশাসন সূত্রে।