আধার নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর Aadhar Update।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: এখন ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক (Aadhar Card)। তবে এরই মধ্যে বাংলার বহু বাড়িতে আধার নিষ্ক্রিয়’ হওয়ার চিঠি পৌঁছেছে বলে জানা যাচ্ছে। ফলে চিন্তায় পড়েছে অনেকেই। কিন্তু কেন এই চিঠি পাঠানো হয়েছে। এই ধরনের চিঠি পাওয়া ব্যক্তিদের করণীয় কি?

এই ঘটনায় শিকার যারা তাদের সাহায্যের জন্য বড় নির্দেশিকা জারি করল নবান্ন (nabanno)। সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। জানানো হয়েছে, যাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাঁদের নামের তালিকা জোগাড় করে দ্রুত পাঠাতে হবে নবান্নে। মুখ্যসচিবের নির্দেশ, আপনারা প্রয়োজনে তাঁদের বাড়িতে বাড়িতে যান। তাঁদের বিস্তারিত এবং আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আসুন। যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁদের জন্য একটি পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
মুখ্যমন্ত্রীর বার্তা, আধারের বিকল্প কার্ড দেবে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার থেকে পোর্টাল খুলছে রাজ্য। যাঁদের কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’ হয়েছে, সেখানে তাঁরা নাম নথিভুক্ত করবেন। মুখ্যমন্ত্রীর কথায়, “যাঁদের কার্ড নিয়ে এই সমস্যা হচ্ছে, তাঁদের আমরা (Alternative) বিকল্প কার্ড দেব। যাতে আপনার নাগরিকত্বও রক্ষা হবে, আপনার রেশন কার্ড থেকে শুরু করে সব সুবিধাও পাবেন। আপনাদের সুবিধা দেওয়া আমাদের কাজ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, লোকসভা ভোটের আগে এই ধরনের আতঙ্ক কেন তৈরি করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে? বেছে বেছে তফশিলি জাতি, তফশিলি উপজাতিদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এটা খুব দুঃখজনক। আধার বাতিলের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে এ নিয়ে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।