প্রীতম সাধুখাঁ, ধোনেখালি : গত ২০২১শের বিধানসভার ফল প্রকাশ হওয়ার পর থেকে ধনেখালিতে সন্ত্রাস চলিয়ে ভয় দেখিয়ে তৃণমূল গুন্ডা বাহীনিরা বিজেপির একাধিক নেতা কর্মীদের বিধায়িকা অষীমা পাত্রের হাত ধরিয়ে তৃণমূলে যোগদান করিয়েছিলো যার মধ্যে একজন ছিলেন বিজেপির ধনেখালির মন্ডল সভাপতি আষীস দাস। শুক্রবার দুপুর ৩টে নাগাত সেই আষীস দাসের নেতৃত্বে তৃণমূলের ৫০ জন কর্মী বিজেপির জেলা সভাপতি তুমার মজুমদার ও রাজ্য সম্পাদক বিমান ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করলো।