নিজস্ব সংবাদদাতা, কুলপি : দুটি বাইকের রেষারেষির জেরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ করঞ্জলীর দিক থেকে দুটি বাইক রেষারেষি করে কাকদ্বীপের দিকে যাচ্ছিল। ১১৭ নং জাতীয় সড়কের জামতলা মোড়ের কাছে একটি বাইক অন্য বাইকটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আসা একটি গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। ওপর গাড়িটি দাঁড়িয়ে থাকা একটি জিও গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে যায়। বেগতিক বুঝে ধাক্কা খাওয়া বাইক আরোহীরা বাইক ফেলে পালিয়ে যায়।
ছিটকে পড়া বাইকে থাকা দুইজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই বন্ধুর নাম রাজা সরদার (২১) ও প্রতাপ নাইয়া (২১)। স্থানীয় করঞ্জলী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ দেহ দুটি ময়না তদন্তে পাঠায়। দুটি বাইকের কোন সওয়ারির মাথায় হেলমেট ছিল না। পলাতক দুই বাইক আরোহীর খোঁজে তল্লাশি শুরু করেছে কুলপি থানার পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।