নিজস্ব প্রতিনিধি, কুলপি : শনিবার কুলপি বিবেক ময়দানে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের সহযোগিতায় কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস ও কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয় এই বিজয়া সম্মিলনী।
এদিনের এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। এবং সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জয়দেব হালদার, জেলা মহিলা সভানেত্রী পূর্ণিমা হাজারী নস্কর, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য নিরঞ্জন মাঝি সহ কূল্পি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও বিভিন্ন অঞ্চল সভাপতি, অঞ্চল নেতৃত্ব এবং বুথ কর্মীরা।
মন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, এখন রাম আর বাম এক হয়েছে। এরা পশ্চিমবঙ্গটাকে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে মারামারি খুনাখুনি রাহাজানিতে। তাই আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য কাটিয়ে নতুন পুরনো সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে হবে শান্তিতে থাকার স্বার্থে।
বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, আমাদের পার্টির নির্দেশ মত এই বিজয়া সম্মিলনী করা। এর মাধ্যমে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মীদের চাঙ্গা করার উদ্যেশ্যে বিজয়া সম্মিলনীর পাশাপাশি কর্মীসভাও করা হয়। ১৪ টি অঞ্চল থেকে হাজারেরও বেশি কর্মী এই সভায় উপস্থিত হয়।