বিশ্বজিৎ দে, ত্রিপুরা : গতকাল রাতে রাজধানীর নতুন নগর এলাকার একটি হোটেলের সামনে গুলিকান্ডে ধৃত দুই। ধৃতরা হলো প্রভাকর ঘোষ, বাড়ি এয়ারপোর্ট থানার ঊষা বাজার এলাকায়। প্রভাকর, স্থানীয় ভারত রত্ন ক্লাবের সম্পাদক তথা বিজেপির স্থানীয় নেতা। অপরজন সন্তোষ দাস, স্থানীয় বিজেপি কর্মী। বুধবার গভীর রাতে পুলিশ তাদের গ্রেফতার করে মামলা রুজু করে। যার case No. 2022WAG169 , dated . 26/10/2022 , U / S 326/307/34 IPC & 27 ( 2 ) of Arms Act .
এবং গুলি কাণ্ডের ঘটনায় ব্যবহৃত দুটি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।