নিজস্ব প্রতিনিধি, খোয়াই এিপুরা : নদীতে বন্ধু বান্ধবদের সাথে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে মৃত ১৭ বছর বয়সি এক নাবালক। মৃত নাবালকের নাম কৌশিক দেব রায়। ঘটনাটি সোমবার দুপুরে তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর স্থিত খোয়াই নদীতে।
পরে পরিবারের লোকজনরা ঘটনাটি প্রত্যক্ষ করে খোয়াই নদী থেকে মৃত নাবালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর ১৭ বছর বয়সি নাবালক কৌশিক দেব রায়কে মৃত বলে ঘোষণা করে। এতে হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙ্গে পড়ে নাবালকের পরিবারের লোকজনরা।
তবে মৃত নাবালকের দেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মৃত দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা নেতাজি নগর এলাকাতে শোখের ছায়া নেমে আসে।